KKR VS SRH, IPL FINAL 2024: ২৬ মে আইপিএল ফাইনাল; খেলবে কেকেআর-সানরাইজার্স

SRH Beats RR By Runs To Book IPL Final 2024 Ticket With KKR: আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে দেখা হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের! কামিন্স বনাম শ্রেয়স। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হারাধনের দশটি ছেলে থেকে রইল পড়ে দুই। হারিয়ে গেল বাকি আট। একেবারে অন্তিম লগ্নে চলে এল সপ্তদশ আইপিএল (IPL Final 2024)। আগামী ২৬ মে শিরোপা নির্ধারক ম্য়াচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH, IPL Final 2024 )। অর্থাৎ যে দুই দল মুখোমুখি হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে। আবার প্য়াট কামিন্স বনাম শ্রেয়স আইয়ার।

শুক্রবার অর্থাৎ আজ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ছিল কোয়ালিফায়ার টু-র ম্য়াচ। মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্য়ালস। জিতলে ফাইনাল, হারলে 'বেটার লাক নেক্সট টাইম'। ডু-অর-ডাই ম্য়াচে সঞ্জু স্য়ামসনের টিমকে ৩৬ রানে হারিয়ে প্য়াট কামিন্সরা চলে গেলেন ফাইনালে।

আরও পড়ুন: একে-অপরকেই দু'বার বিয়ে, নাতাশা-হার্দিক জুটি আজ অতীত? লাইমলাইটে ডিভোর্স

 

এদিন টস জিতে সঞ্জু বলেছিলেন কামিন্সদের ব্য়াট করতে। ট্রেন্ট বোল্ট ও আবেশ খানের জোড়া ফলার সঙ্গেই জুড়ে গিয়েছিলেন সন্দীপ শর্মা। বোল্ট-আবেশ তুলে নেন তিন উইকেট। দুই উইকেট পান সন্দীপ। রাজস্থানের বেশ ভালো বোলিংয়ের সামনে হায়দরাবাদ ১৭৫ রানে গুটিয়ে গিয়েছিল। ওপেনার ট্র্য়াভিস হেড (২৮ বলে ৩৪), তিনে নামা রাহুল ত্রিপাঠী (১৫ বলে ৩৭), পাঁচে নামা হেনরিখ ক্লাসেন (৩৪ বলে ৫০) হায়দরাবাদের হয়ে ব্য়াট হাতে দাঁড়াতে না পারলে কামিন্সদের ১৫০ রান তুলতে দম বেরিয়ে যেত। আটে নামা শাহবাজ আহমেদের ১৮ বলে ১৮ রানের ইনিংসও ভীষণ কার্যকরী ছিল।

(সবিস্তারে আসছে...)

2024-05-24T18:11:46Z dg43tfdfdgfd