INDIAN CRICKET TEAM PRIZE MONEY : বড় ঘোষণা BCCI-এর, টাকায় মুড়ে ফেলা হল 'চ্যাম্পিয়ন' টিম ইন্ডিয়াকে

শনিবার (২৯ জুন) ২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের পর গোটা ক্রিকেট বিশ্ব টিম ইন্ডিয়াকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিচ্ছে। বার্বাডোজে আয়োজিত এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাস্ত করেছে। আর সেইসঙ্গে স্বপ্নপূরণ হয়েছে কোটি কোটি ভারতীয় ক্রিকেট সমর্থকের। এই দুর্দান্ত জয়ের পর টিম ইন্ডিয়া কার্যত টাকার পাহাড়ে ডুবতে শুরু করেছে। ট্রফি পাশাপাশি ইতিমধ্যেই তারা কোটি কোটি টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড টিম ইন্ডিয়ার জন্য একটা বড়সড় ঘোষণা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করে একথা জানিয়েছেন।

১২৫ কোটি আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা

জয় শাহ লিখেছেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে একথা জানাচ্ছি যে ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ১২৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অসাধারণ পারফরম্য়ান্স, দৃঢ় সংকল্প এবং অসাধারণ ক্রীড়া কৌশলের পরিচয় দিয়েছে। এই সাফল্য অর্জনের জন্য প্রত্য়েক ক্রিকেটার, কোচ এবং সহযোগী স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।'

আইসিসি-র ২০.৩৬ কোটি টাকা আর্থিক পুরস্কার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয় করে শুধুমাত্র ট্রফিই অর্জন করেনি, সঙ্গে তাঁদের ২০.৩৬ কোটি টাকা আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই টুর্নামেন্টের ফাইনালে হেরে গেলেও মালামাল হয়ে গিয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১০.৫০ কোটি টাকা। এখানে উল্লেখ্য বিষয় হল, ২০২৪ টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি এই টাকার অঙ্ক ঘোষণা করে দিয়েছিল। এবারের টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২০ দলই কিছু না কিছু আর্থিক পুরস্কার পেয়েছে। এই টুর্নামেন্টের জন্য আইসিসি মোট ৯৩.৫২ কোটি টাকা আর্থিক পুরস্কার ধার্য্য করেছিল। সেমি ফাইনালিস্টরা ৬.৫৪ কোটি টাকা করে পেয়েছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে ২ বার (ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ) টিম ইন্ডিয়া আইসিসি ট্রফি জয়ের দোরগোড়ায় দাঁড়ালেও, শেষ যুদ্ধটা তারা জিততে পারেনি। তবে এবার রোহিত শর্মারা যাবতীয় হিসেব সুদে-আসলে মিটিয়ে ফেলেছে। ২০২৪ টি-২০ বিশ্বকাপে তারা অপরাজিত থেকে ট্রফি জয় করেছে। ইতিমধ্যেই গোটা ক্রিকেট বিশ্ব ভারতকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। এবার বোর্ডের এই 'পুরস্কার' টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস আগামীদিনে যে আরও মজবুত করবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-30T15:52:03Z dg43tfdfdgfd