BAN VS NED: ডাচদের ধ্বংস করে বাংলাদেশ প্রায় শেষ ৮-এ! রিশাদের এক ওভারেই ঘুরে গেল ম্যাচের রং

Bangladesh vs Netherlands Match: ১৪ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ছিল ১০৪/৩। জয়ের জন্য তখন দরকার মাত্র ৫৬ রান। ৩৬ বলে ৫৬ রান সেন্ট লুসিয়ার মত পিচে আহামরি কিছুই না। বাংলাদেশের হার নিয়ে অনেকেই নিশ্চিত।

সেই সময়েই এক ওভারে খেলা ঘুরিয়ে দিলেন রিশাদ হোসেন। বাংলাদেশকে চার-ছক্কায় ধ্বংস করতে বসা এঙ্গেলব্রেখট-কে (২২ বলে ৩৩) ফেরানো তো বটেই। এক বল পরে ফেরালেন ক্রিজে সদ্য নামা বাস ডে লিডকে। আচমকাই জোড়া উইকেট হারিয়ে সেই যে ছন্দ ফিরিয়ে ফেলল নেদারল্যান্ডস, তা আর ফেরত আসেনি।

ডাচদের ২৫ রানে হারিয়ে বাংলাদেশ সুপার ৮’এ পৌঁছেই গেল। নেদারল্যান্ডসের ইনিংস ৫ ওভার পেরিয়ে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার বিদায়। এঙ্গেলব্রেখট এবং ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস মিলে যখন ব্যাট করছিলেন, তখন ত্রাহি ত্রাহি দশা হয়েছিল বাংলাদেশের। চার-ছক্কার ফুলঝুরিতে দুজনে ৪২ রান যোগ করে ফেলেছিলেন। তারপরেই রিশাদের সেই মোড় ঘোরানো স্পেল।

তার-ও আগে মোক্ষম ব্রেকথ্রু দেন মাহমুদুল্লাহ রিয়াদ। এঙ্গেলব্রেখট-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন বিক্রমজিত সিং। ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই ডাচ তারকা। তবে মাহমুদুল্লাহকে এনে নেদারল্যান্ডস-এর বড়সড় ভাঙন ধরান ক্যাপ্টেন শান্ত।

তার আগে বাংলাদেশের হয়ে আরও একবার জাত চিনিয়ে যান সাকিব আল হাসান। ৪৬ বলে ৬৪ করার যান তিনি। ওপেনার তানজিদ হাসান ২৬ বলে ৩৫ করলেও বড় স্কোরে টানতে পারেননি। শেষদিকে মাহমুদুল্লাহ।রিয়াদ ২১ বলে ২৫ এবং জাকের আলি ৭ বলে ১৫ করে দলকে ১৫৯ রানে পৌঁছে দিয়েছিলেন।

নেদারল্যান্ডস এই ম্যাচে হারলেও সুপার-৮’এ পৌঁছনোর আশা এখনও রয়েছে তাঁদের। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে যেমন হারাতে হবে তাঁদের সেই সঙ্গে তাঁদের আশা থাকবে বাংলাদেশ যেন নেপালের কাছে হেরে যায় শেষ ম্যাচে।

2024-06-13T18:36:50Z dg43tfdfdgfd