মাত্র একঘণ্টা ঘুমিয়ে সেমিফাইনালে! রশিদদের হারে কাঠগড়ায় ICC-র সূচি

পুরো বিশ্বকাপে ভালো খেলেও নকআউট পর্বে গিয়ে হারতে হল আফগানিস্তানকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে আফগানরা ৯ উইকেটে পরাস্ত হল। তারা কম রানে গুটিয়ে গেলেও বল হাতে অবশ্য লড়ার চেষ্টা করেছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলিংকে ছাপিয়ে যেতে পারেনি আফগানদের বোলিং। চোখের জলে বিদায় নিলেও রশিদ খান জানিয়েছেন, তাঁরা পরেরবার আরও শক্তিশালী হয়ে নামবেন। তবে আফগানিস্তানের হারের কারণ হিসেবে আসছে তাঁদের অপর্যাপ্ত বিশ্রাম।

আফগানিস্তান সুপার এইট থেকে সেমিফাইনাল খেলতে নেমেছে মাত্র একদিনের বিরতিতে। এরমধ্যে তাদের সেন্ট ভিনসেন্ট থেকে ত্রিনিদাদে ভ্রমণ করতে হয়েছে। এতেই সমস্যায় পড়েছে তারা। কারণ একদিনের মধ্যে ভ্রমণ এবং দুটো হাইভোল্টেজ ম্যাচের ধকল সামলাতে লাগে পর্যাপ্ত বিশ্রাম। সেটাই তারা পায়নি। কারণ তাদের বিমান ৪ ঘণ্টা লেট করেছে। ফলে পর্যাপ্ত ঘুম হয়নি আফগান প্লেয়ারদের।

রশিদ খান ম্যাচের আগে জানান যে তাঁরা তৈরি একটা বড় রান করতে। তবে সেই সময় তিনি জানান যে তাঁরা পর্যাপ্ত বিশ্রাম পাননি। তিনি বলেন, ‘আমাদের বিমান চার ঘণ্টা দেরি ছিল। ফলে আমাদের কাছে এটা সহজ নয়। আমরা এক ঘণ্টা ঘুমিয়েছি, তবে এটা খুব একটা সমস্যার নয়। আমরা নিজেদের সেরাটা দেব।’

প্রশ্নের মুখে সূচি

চলতি বিশ্বকাপে একাধিকবার সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় প্রতিটা দল সূচি নিয়ে প্রশ্ন তুলেছে। একটা দলের একদিন অন্তর অন্তর ম্যাচ দেওয়া, এরসঙ্গে রয়েছে ট্রাভেল করা। ক্যারিবিয়ান দেশগুলোর মধ্যে ভ্রমণ মানে প্রতিটা দলকে ৫০০ থেকে এক হাজার কিলোমিটার ভ্রমণ করতে হচ্ছে। এরসঙ্গে যুক্ত হচ্ছে বিমান লেটের মতো ঘটনা। অনেক দল চাটার্ড বিমানে ভ্রমণ করলেও অধিকাংশ দল সেটা পায়নি।

যদিও এই বিমান লেট বা মাত্র এক ঘণ্টা ঘুমনোর কারণটাকে অজুহাত হিসেবে দিতে রাজি নন রশিদ। ম্যাচ হারের পর সাংবাদিক বৈঠকে রশিদ জানিয়েছেন তাঁদের থেকে আরও ভালো বোলিং করেছে দক্ষিণ আফ্রিকা এবং রশিদ আশ্বাস দেন, আগামীতে তাঁরা ব্যাটিংয়ে শক্তিশালী করে নামবেন। তিনি গোটা বোলিং ইউনিটের প্রশংসা করেন ম্যাচের পর।

বিমান দেরির কথা রোহিতের মুখেও

ইংল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত জানান, ম্যাচ দেরি হলে তাঁরা বিমান মিস করবেন। তবে সেটা তিনি ICC ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উপর ছেড়ে দেন এবং জানান, তাঁদের পরের ভেন্যুতে পৌঁছে দেওয়া ICC-র দায়িত্ব।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-27T07:38:30Z dg43tfdfdgfd