PAKISTAN CRICKET TEAM: ভারত ম্যাচের আগেই হোটেল বদলাল পাকিস্তান, বিশ্বকাপে গিয়ে বেনজির কাণ্ড বাবর বাহিনীর

Pakistan Cricket Team changes hotel: ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ম্যাচের আগে হোটেল বদলাল পাকিস্তান দল। যে হোটেলে পাকিস্তান দল ছিল, সেটা মাঠ থেকে খানিকটা দূরে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি, মাঠ থেকে দল দূরে থাকায় আয়োজক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কাছে অসন্তোষ প্রকাশ করেন। এরপরই পাকিস্তান দলের হোটেল বদলেছে। এমনটাই জিও নিউজ সূত্রে খবর।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নকভি আইসিসির সঙ্গে যোগাযোগ করেছিলেন। আইসিসির কাছে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তারপরই আইসিসি কর্তারা পাকিস্তান বিশ্বকাপ দলের হোটেল বদলাতে বাধ্য হয়। পিসিবি প্রধানের হস্তক্ষেপের পর, পাকিস্তান এখন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র পাঁচ মিনিট দূরের হোটেলে থাকছে। জিও নিউজ সূত্রে খবর, আগের হোটেলটি মাঠ থেকে প্রায় দেড় ঘণ্টা দূরে এক জায়গায় ছিল।

আগামী ৯ জুন ভারতের বিরুদ্ধে এবং ১১ জুন কানাডার বিরুদ্ধে এই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মেন ইন গ্রিনের ছেলেরা তাদের এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ-এর দুটি ম্যাচ খেলতে নামবে। মেন ইন ব্লু বা ভারতের ছেলেরা ইতিমধ্যেই এবারের টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে ফেলেছে। বুধবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে এই সিরিজে অভিযান শুরু করেছে ভারত। ৮ উইকেটে জয় পেয়েছে।

আর, বৃহস্পতিবার ডালাসে সহ-আয়োজক আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করতে চলেছে পাকিস্তান। টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান সাতবার মুখোমুখি হয়েছে। মেন ইন ব্লু তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে পাঁচবার হারিয়েছে। একটিতে হেরেছে, একটি ম্যাচ ড্র হয়েছে। আগামী রবিবার ফের নিউইয়র্কে দুই দল পরস্পরের মুখোমুখি হবে।

আরও পড়ুন- ভারতে এরকম পিচ হলে নিষিদ্ধ হয়ে যেত খেলা! আইসিসিকে সপাটে আক্রমণ এবার একের পর এক তারকার

ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রিত সিং, মহম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমান গিল, রিংকু সিং, খলিল আহমেদ, আভেশ খান

পাকিস্তান টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আব্বাস আফ্রিদি, মহম্মদ আমির, মহম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।

2024-06-06T13:39:14Z dg43tfdfdgfd