কোচদের উপর খড়্গহস্ত এএফআই, অ্যাথলিট ডোপ করলে সমান শাস্তি হবে প্রশিক্ষকদেরও!

শুভব্রত মুখার্জি:- ক্রীড়া জগতে ডোপিং অনেকটা মহামারীর মতন। কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার পরেও আটকাচ্ছে না এই কুপ্রভাব। ভারতে নাডা, বিশ্বজুড়ে ওয়াডার মতন অ‌্যান্টি ডোপিং সংস্থা দিন রাত এর বিরুদ্ধে লড়াই করে গেলেও এখন পর্যন্ত ডোপিং মুক্ত ক্রীড়াক্ষেত্র গড়া সম্ভব হয়নি।

বিভিন্ন ক্রীড়ার সঙ্গে যুক্ত ফেডারেশনও এই বিষয়ে অত্যন্ত কঠোর। তারপরেও সমস্যা মেটেনি। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন এবার এই ডোপিংকে কড়া হাতে মোকাবিলা করতে আরো কঠোর সিদ্ধান্ত নিল। এবার কোন অ্যাথলিট ডোপিং করলে সেই অ‌্যাথলিট যেমন শাস্তির কবলে পড়বেন ঠিক সমানভাবে শাস্তি দেওয়া হবে ওই অ্যাথলিটের কোচকেও।

শুক্রবার এই বিষয়ে একটি মিটিংয়ে বসেছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বসেছিল কর্মকর্তারা। এখানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গেও কথা বলা হয়েছে। যার মধ্যে ছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক, সাই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) এবং ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (নাডা) সদস্যরা। প্রত্যেকের মতামত নেওয়ার পরেই এএফআইয়ের তরফে জানানো হয়েছে যে অ‌্যাথলিট ডোপিং করে ধরা পড়বেন তাঁর কোচকেও এবার একই রকম শাস্তির সম্মুখীন হতে হবে। আর সেই শাস্তি হবে ছয় মাসের বেশি সময়ের জন্য।

আরও পড়ুন:- RCB vs CSK, IPL 2024: 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান যশ দয়াল, সামনে এল ভিডিয়ো

এএফআইয়ের সভাপতি আদিলে সুমারিওয়ালা জানিয়েছেন এবার থেকে ডোপ কন্ট্রোল‌ যে ফর্ম নিয়মিত পাঠাতে হয় অ্যাথলিটদের সেখানে বাধ্যতামূলকভাবে কোচদের নাম উল্লেখ করতে হবে। অ্যাথলিটরা যেমন এএফআইতে নথিভুক্ত থাকবেন তেমনি যেসব কোচের নাম অ্যাথলিটরা জানাবেন‌ তাদের ফর্মে তাদেরকেও নথিভুক্ত থাকতে হবে ফেডারেশনের সঙ্গে।

আরও পড়ুন:- RCB Qualified For IPL 2024 Playoffs: রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি

সুমারিওয়ালা জানিয়েছেন, ‘যদি অ্যাথলিট ডোপ করে ধরে পড়েন তাহলে যে শাস্তি তাঁর হবে সেই শাস্তি হবে তাঁর কোচেরও। এই ডোপিংয়ের বিষয়টি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সময় এসেছে এখানে সবাইকে দায়িত্ব নিতে হবে। দোষীদের নাম সামনে আনব এবং তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেব। আমরা কোচকে নিষিদ্ধ করব, তার ডিপার্টমেন্টকে জানাব। স্টেডিয়ামে ঢোকার বিষয়েও তাদের উপর নিষেধাজ্ঞা থাকবে। যে পদেই তারা থাকুক না কেন সেই পদ থেকে তাদেরকে সরাতে হবে। কোচদের এএফআইতে নথিভুক্ত হতে হবে। যারা এনআইএস ডিপ্লোমাধারী তাদেরকেও নথিভুক্ত হতে হবে। ডোপ ফর্ম ফিল আপ করার পরে তাদেরকে ডোপ নিয়ন্ত্রণে নেওয়া হবে। কারণ একজন অ্যাথলিট জিতলে তাঁর কোচকেও সমানভাবে আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এবার যখন সময় এসেছে তখন‌ তাদেরকেও দায়ভার নিতে হবে।’

আরও পড়ুন:- MS Dhoni's Top Five IPL Seasons: ঝকঝকে কেরিয়ার, ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সেরা ৫টি IPL মরশুমে চোখ রাখুন

উল্লেখ্য ২০২২ সালে ওয়াডার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় অ্যাথলিটরা ডোপিংয়ের কারণে একেবারে শীর্ষে রয়েছেন। ৪০৬৪ অ্যাথলিটের রক্ত, মূত্র এবং বায়োলজিক্যাল পাসপোর্টের নমুনা নেওয়া হয়েছিল। যার মধ্যে ১২৭ জন ফেল করেন। অর্থাৎ নমুনার ৩.২৬% অ্যাথলিট ডোপিংয়ে ধরা পড়েন। সুমারিওয়ালা জানিয়েছেন অলিম্পিক গেমস ভিলেজে অ্যাথলিটরা প্রবেশ করার আগে ৫ জুলাই পোল্যান্ডে তারা একটি ওয়ার্কশপ করবেন সমস্ত কোচ এবং অ্যাথলিটদের নিয়ে । তারপরেই গেমস ভিলেজে প্রবেশ করবেন ভারতীয় অ্যাথলিটরা।

2024-05-19T11:13:54Z dg43tfdfdgfd