BAN VS NED HIGHLIGHTS : ডাচদের বিরুদ্ধে 'হালুম' টাইগারদের, শেষ আটে পৌঁছল বাংলাদেশ?

অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের অপরাজিত অর্ধশতরান এবং রিশাদ হুসেনের দুর্দান্ত বোলিংয়ের দৌলতে চলতি টি-২০ বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচে বাংলাদেশ ২৫ রানে জয়লভ করেছে। গত তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। আর সেইসঙ্গে সুপার এইটে ওঠার সম্ভাবনাও তারা বাঁচিয়ে রাখল।

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সাকিব আল হাসান ৪৬ বলে ৬৪ রান করেন। তাঁর এই ইনিংস মোট ৯ বাউন্ডারি দিয়ে সাজানো ছিল। আর সেই সুবাদেই বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ক্রিকেট দল ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৪ রানে আটকে যায়। নেদারল্যান্ডসের হয়ে সাইব্র্যান্ড অ্যাঙ্গেলব্রেখট ২২ বলে সর্বাধিক ৩৩ রান করেন। কিন্তু, শেষপর্যন্ত তিনি আর নিজের দলকে জেতাতে পারেননি।

এই জয়ের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের কাছে শেষ আটে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠেছে। অন্যদিকে, শ্রীলঙ্কাকে চলতি বিশ্বকাপ থেকে এবার বিদায় নিতে হবে। অন্য়দিকে, নেদারল্যান্ডস বাংলাদেশের বিরুদ্ধে হেরে গেলেও, শেষ আটের দৌড় থেকে এখনও পর্যন্ত ছিটকে যায়নি। নেদারল্যান্ডসকে এই আশা বাঁচিয়ে রাখতে হবে এবং গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা যে কোনও মূল্যে জিততে হবে।

এই ম্যাচের শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, 'গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের দলের প্রত্যেক ক্রিকেটার নিজেদের যোগ্যতা প্রতি সুবিচার করেছে। সাকিব শান্ত থাকলেও, ওর ইনিংস কতটা গুরুত্বরপূর্ণ সেটা আমরা খুব ভালো করে জানি। এখানকার পরিবেশ সম্পর্কে আমরা খুব একটা ওয়াকিবহাল ছিলাম না। জানতামও না যে কত স্কোর খাড়া করতে পারলে লড়াই করা সম্ভব হবে। তবে ম্যাচের শেষে দলের ব্যাটার এবং বোলাররা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। এখানকার উইকেট যথেষ্ট ভালো। শুরুর দিকে কিছুটা অসমান বাউন্স পেয়েছি। তবে ব্যাট করা যায়। ফিজকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ও নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা আরও একবার প্রমাণ করে দিল। রিশাদও যথেষ্ট ভালো বল করেছে।'

আগামী সোমবার অর্থাৎ ১৭ জুন বাংলাদেশকে েপালের বিরুদ্ধে খেলতে হবে। একইদিনে নেদারল্যান্ডকে আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে। প্রথম ম্যাচটা ভোর পাঁচটা এবং দ্বিতীয়টা সকাল ৬টা থেকে শুরু হবে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-13T18:53:51Z dg43tfdfdgfd