মাত্র ১৬ বছর বয়সেই মাউন্ট এভারেস্টের শিখর জয়! নজির গড়লেন ভারতের কামিয়া কার্তিকেয়ান

শুভব্রত মুখার্জি:- বয়স মাত্র ১৬ বছর। আর তাতেই অকুতোভয় তিনি। যে পথে লোকে যাওয়ার কথা স্বপ্নেও হয়তো ভাবতে পারেনা সেই পথ অতিক্রম করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তিনি কামিয়া কার্তিকেয়ান। মাত্র ১৬ বছর বয়সে ভারতের ইতিহাসে কনিষ্ঠতম মেয়ে হিসেবে মাউন্ট এভারেস্টের শিখর জয় করেছেন তিনি। এখানেই শেষ নয় পৃথিবীর পর্বাতারোহনের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম মহিলা হিসেবেও মাউন্ট এভারেস্টের শিখর জয়ের নজির গড়েছেন তিনি। নেপালের দিক থেকে তিনি এই শিখরে পৌঁছানোর নজির গড়েছেন। নেপালের দিক থেকে ৮৮৪৯ মিটার উঁচু মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছে নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখেছেন কামিয়া কার্তিকেয়ান।

আরও পড়ুন… SRH vs RR: পিচ থেকে আবহাওয়া, কেমন হবে দুই দলের সম্ভাব্য একাদশ, দেখে নিন IPL 2024 Qualifier 2-এর গুরুত্বপূর্ণ তথ্য

তার সঙ্গে তার এই অভিযানে সঙ্গী ছিলেন তাঁর বাবা কমান্ডার এস কার্তিকেয়ান।বাবা এবং মেয়ে দুজনেই সফলভাবে মাউন্ট এভারেস্টের শিখরে উঠতে সমর্থ হয়েছেন। ভারতীয় নৌবাহিনীর তরফে সোশ্যাল মিডিয়াতে এই খবর জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে তাদের‌ তরফে বাবা এবং মেয়ে দুজনকেই শুভেচ্ছা জানানো হয়েছে। এক্সে ভারতীয় নৌবাহিনীর তরফে লেখা হয়েছে, ‘কামিয়া কার্তিকেয়ান একজন ১৬ বছর বয়সী ক্লাস ১২'র ছাত্রী। তিনি মুম্বইয়ের ভারতীয় নৌবাহিনীর নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনা করেন। তিনি এবং তার বাবা ভারতীয় নৌবাহিনীর কমান্ডার এস কার্তিকেয়ান সফলভাবে মাউন্ট এভারেস্টের ৮৮৪৯ মিটার উচ্চতায় থাকা শিখর জয় করেছেন ২০ মে।’

আরও পড়ুন… T20 WC 2024-এর আগে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান! চোট নিয়েও দিয়েছেন বড় আপডেট

৩ এপ্রিল এই শিখর জয়ের অভিযান শুরু করেছিলেন কামিয়া কার্তিকেয়ান। ভারতীয় নৌবাহিনী এবং ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ডের তরফে তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবরকম সহায়তা করা হয়। উল্লেখ্য বাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে মাত্র ৩ বছর বয়সেই মাউন্টেনিয়ারিং শুরু করেছিলেন কামিয়া কার্তিকেয়ান। মাত্র সাত বছর বয়সে ২০১৫ সালে তিনি হিমালয় পর্বাতারোহন শুরু করেন। সেই সময়ে তিনি চন্দ্রশিলা শিখর জয় করেছিলেন। এরপর ২০১৬ সালে হার কি দুন,রুপকুন্ড হ্রদ এবং কেদারনাথের শিখরে চড়েন তিনি। ২০১৭ সালে এভারেস্টের বেস ক্যাম্পে ও ট্রেক করে পৌঁছান তিনি। ২০১৯ সালে ভৃগু হ্রদ জয় করেন। হিমাচল প্রদেশের সারপাস পেরোন। মাউন্ট আকোনকাগুয়াতে পৌঁছানো সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবেও নজির রয়েছে তাঁর।

2024-05-24T07:16:16Z dg43tfdfdgfd