ভারত বনাম জিম্বাবোয়ে: শিবম দুবের জায়গায় জাতীয় দলে KKR তারকা, জিম্বাবোয়ে সিরিজে দলে বদল ভারতের

টি-২০ বিশ্বকাপ শেষে এবার জিম্বাবোয়ে সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় দল। সিনিয়র প্লেয়ারদের বিশ্রামে পাঠিয়ে জুনিয়র প্লেয়ারদের নিয়ে সিরিজ খেলতে নামছে ভারত। পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারত। এই সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। এবার দলে পরিবর্তন আনল BCCI। ২ জুলাই বোর্ডের পক্ষ থেকে দলে পরিবর্তনের ঘোষণা করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দুটো টি২০ ম্যাচের জন্য দলে পরিবর্তন আনা হয়েছে। দলে আনা হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা ও হর্ষিত রানাকে। তাঁদের সুযোগ দেওয়া হচ্ছে সঞ্জু স্যামসন, শিবম দুবে ও যশস্বী জয়সওয়ালের জায়গায়। অর্থাৎ, বিশ্বকাপ খেলা তিন প্লেয়ারকে প্রথম দুটো টি২০ তে রাখছে না BCCI।

৬ জুলাই থেকে শুরু হবে জিম্বাবোয়ে সিরিজ। পাঁচটা ম্যাচ খেলা হবে এই সিরিজে। শুভমান গিল দলকে নেতৃত্ব দেবেন এই সিরিজে। প্রথম পর্বে দলের সদস্যরা চলে গিয়েছেন। এবার ভারতের সুবিধা হচ্ছে প্রতিটা ম্যাচ হবে হারারেতে।

দেখে নিন প্রথম দুটো টি২০ র জন্য ভারতীয় দল

শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা

কেন এই পরিবর্তন?

২৯ জুন বিশ্বকাপ ফাইনালের পর টিম ইন্ডিয়ার বার্বাডোজ ছাড়ার কথা ছিল ১ জুলাই। জিম্বাবোয়ে সিরিজ খেলতে যাওয়া প্লেয়াররা বার্বাডোজ থেকে সরাসরি জিম্বাবোয়ের হারারেতে যাবেন আর বাকিরা দিল্লিতে আসবেন। কিন্তু হারিকেনের জন্য সমস্যা বাড়ে। প্লেয়াররা আটকে যান দুই দিন। বাকি প্লেয়ারদের সমস্যা না হলেও সমস্যায় পড়েন সঞ্জু স্যামসন, শিবম দুবে, যশস্বী জয়সওয়াল। কারণ তাঁরা বার্বাডোজে আটকে রয়েছেন। তাঁরা প্রথম ম্যাচ থেকে দলের সঙ্গে থাকলে তাঁরা বিশ্রাম পাবেন না। তাই তাঁদের প্রথম দুই ম্যাচের জন্য বাইরে রাখা হয়েছে। বদলে তিনজনকে দলে নেওয়া হল।

প্রথমে পরিবর্তন হয়েছিল দলে

দল প্রথমে ঘোষণার সময় নীতীশ রেড্ডির নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি চোট পান। ফলে তাঁকে সিরিজ থেকে বাদ দিয়ে শিবম দুবেকে দলে নেওয়া হয়। এরপর হারিকেনের জন্য দলে আবার পরিবর্তন করতে হল।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-02T09:43:59Z dg43tfdfdgfd