SL VS BAN ICC T20 WORLD CUP 2024 MATCH REPORT: হোঁচট খেতে খেতে জয় বাংলাদেশের! শ্রীলঙ্কার সামনে কাঁপতে কাঁপতে শেষ হাসি নাগিন তারকাদেরই

শ্রীলঙ্কা: ১২৪/৯

বাংলাদেশ: ১২৫/৮

ICC Men’s T20 World Cup 2024 Match Report: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ মানেই থ্রিলার। বারবার সেই ঘটনা ঘটেছে। বিশ্বকাপের মঞ্চে আবার-ও সেই রোমাঞ্চ নিয়ে হাজির হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। একদিন আগেই ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ইউএসএ-পাকিস্তান রোমহর্ষক ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচের রেশ কাটার আগেই বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ টানটান মুহূর্তের জন্ম দিয়ে গেল।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১২৪ রানের বেশি করতে পারেনি। সেই রান চেজ করে বাংলাদেশ জিতল এক ওভার বাকি রেখে। হাতে দুই উইকেট নিয়ে। স্কোরবোর্ড অবশ্য পুরোপুরি থ্রিলার বোঝাতেই পারবে না। সামান্য টার্গেট চেজ করতে নেমে বাংলাদেশ পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট খুঁইয়ে ফেলেছিল। থুসারা, ধনঞ্জয় ডিসিলভা, হাসারাঙ্গারা ২৮/৩ করে বাংলাদেশকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল। পরপর আউট হয়ে ফিরে গিয়েছিলেন তানজিদ হাসান, সৌম্য সরকার এবং ক্যাপ্টেন শান্ত।

তবে বাংলাদেশের জয় আসে চতুর্থ উইকেটে লিটন দাস এবং তৌহিদ হৃদয়ের ৬৩ রানের পার্টনারশিপে। সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা লিটন এদিন সতর্ক ভঙ্গিতে ৩৮ বলে ৩৬ করে যান। অন্যপ্রান্তে অনেকটাই আগ্রাসী ব্যাটিং করেন তৌহিদ হৃদয়। ২০ বলে ৪০ করলেন ২০০ স্ট্রাইক রেট সমেত। চারটে প্রকান্ড ছক্কা হাঁকালেন থিকসানাদের।

তবে এরপরেই টুইস্ট। যখন ভাবা হচ্ছিল বাংলাদেশ সহজেই এই স্কোর পেরিয়ে যাবে। তখনই বিপদ ধাওয়া করল টাইগারদের। ৯০/৩ থেকে হঠাৎ করেই ১১৩/৮ হয়ে যায় বাংলাদেশ।

বিস্তারিত আসছে…

2024-06-08T04:30:25Z dg43tfdfdgfd