SHORIFUL ISLAM INJURED: যন্ত্রণার জ্বালা নিয়ে শ্রীলঙ্কা ম্যাচে নামবে বাংলাদেশ! ভারতের কাছে হারার পরেই কাটা ঘায়ে নুনের ছিটে টাইগারদের

Shoriful Islam got injured during warm-up match against India: টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলামের খেলা নিয়ে সংশয় বাড়ল। তিনি বাঁ-হাতে আঘাত পেয়েছেন। এই পরিস্থিতিতে স্প্লিট ওয়েবিংয়ের জন্য তাঁর হাতে ৬টি সেলাইয়ের দরকার। ১ জুন, শনিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এই পেসার বাঁ-হাতে চোট পান। যার জেরে তাঁর তর্জনী এবং মধ্যমা আঙুলের মধ্যে ওয়েবিংয়ে ব্যাপক আঘাত লেগেছে। ছটি সেলাই পড়েছে।

শনিবারের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ ৬০ রানে হেরেছে। এবারের টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। প্রস্তুতি ম্যাচে বাঁ-হাতি পেসার শরিফুল স্পেলের শেষ ওভারে আঘাত পান। সেই সময় ফলো-থ্রুতে হার্দিক পান্ডিয়ার ড্রাইভ থামানোর চেষ্টা করছিলেন। তখনই বল শরিফুলের হাতে লাগে। ফোলা হাত নিয়েই তাঁকে মাঠ ছাড়তে হয়।

যন্ত্রণায় কাতর শরিফুলকে বাংলাদেশের ফিজিও বাউজেদুল ইসলাম খান মাঠের বাইরে নিয়ে যান। ততক্ষণে অবশ্য ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে শরিফুল ১ উইকেট নিয়ে নিয়েছেন। শরিফুলের হয়ে ওভারের শেষ বলটি করেন তানজিম হাসান সাকিব। মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী, শরিফুলকে বাংলাদেশ কবে পাবে, তা জানতে টাইগারদের দেশকে আরও দু’দিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী জানিয়েছেন, স্প্লিট ওয়েবিংয়ের জন্য শরিফুলের ৬টি সেলাই দরকার ছিল। তিনি বলেন, ‘শরিফুল ওঁর শেষ ওভারে একটা বল থামাতে গেছিল। সেই সময় বাঁ-হাতের তর্জনী আর মধ্যমার মধ্যের জায়গাটায় চোট পায়। প্রাথমিক চিকিৎসার পর ওঁকে নাসাউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সার্জেন ৬টি সেলাই করেছেন। আমরা ২ দিন পর ওঁকে ফের হাসপাতালে দেখতে যাব। তখনই জানতে পারব, মাঠে ফিরতে ওঁর ক’দিন লাগবে?’

আরও পড়ুন- বিশ্বকাপে ভারতের প্ৰথম ১১ থেকে বাদ দুই বিধ্বংসী বাঁ-হাতি! বাংলাদেশ ম্যাচেই স্পষ্ট টিম ইন্ডিয়ার কম্বিনেশন

তবে, হাসপাতাল সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পেরেছে, ইনজুরি থেকে সেরে উঠতে শরিফুলের প্রায় এক সপ্তাহ লাগতে পারে। তাঁর অনুপস্থিতিতে, বাংলাদেশ প্রথমসারির পেসার ছাড়াই মাঠে নামবে। কারণ তাসকিন আহমেদও সাইড স্ট্রেন-এ ভুগছিলেন। সম্প্রতি সেরে উঠলেও এখনই তাঁকে মাঠে নামাতে ভরসা পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। কারণ, নামালে তাসকিনের চোটের জায়গায় চাপ পড়বে। এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। ইতিমধ্যে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজেও তাসকিনকে দলে রাখেনি বিসিবি।

2024-06-02T13:54:04Z dg43tfdfdgfd