ফের ভারতীয় সিনিয়র মহিলা হকি দলের কোচ নির্বাচিত হলেন হরেন্দ্র সিং

শুভব্রত মুখার্জি:- ভারতীয় সিনিয়র মহিলা হকি দলের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের জন্যও তারা কোয়ালিফাই করতে পারেনি। এরপরেই ভারতীয় সিনিয়র মহিলা হকি দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান জানেকে স্কপম্যান। এতদিন পর্যন্ত হেড কোচের পদটি ফাঁকাই ছিল। এবার সেই শূন্যস্থান পুরণ করা হল হকি ইন্ডিয়ার তরফে।

দেশীয় কোচেই আস্থা রাখলেন হকি ইন্ডিয়ার কর্তা ব্যক্তিরা। প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় হরেন্দ্র সিংয়ের হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হল হকি ইন্ডিয়ার তরফে। জানেকে স্কপম্যান দায়িত্ব ছাড়ার পরেই ঘোরাফেরা করছিল হরেন্দ্র সিংয়ের নাম। সেই জল্পনাই এবার সত্যি হল।

ভারতীয় হকি সার্কিটে বেশ পরিচিত মুখ হরেন্দ্র সিং। তিনি গত দুই দশকে ভারতীয় সিনিয়র মহিলা এবং পুরুষ দলের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে যুক্ত থেকেছেন। ফলে এবার তাঁর উপরেই আস্থা রেখেছে হকি ইন্ডিয়া। তবে ভারত শুধু নয় সাম্প্রতিক সময়ে আমেরিকার পুরুষ হকি দলের কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। তিনি গত সপ্তাহেই ভারতে ফিরেছেন। ফিরে যোগ দিয়েছেন মেয়েদের ক্যাম্পেও।

৬ এবং ৭ এপ্রিল ভারতীয় মহিলা দলের ট্রায়াল হয়েছিল। যেখানে অংশ নিয়েছিল ৬০ জন প্রতিযোগী। তার থেকে ৩৩ জনকে বেছে নিয়েছেন তিনি। যাদেরকে নিয়েই ভারতীয় সিনিয়র মহিলা হকি দলকে সাজাতে চান হরেন্দ্র বলে জানা যাচ্ছে।

জানেকে স্কপম্যান ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় দলের একাধিক সাপোর্ট স্টাফও ছেড়ে চলে গিয়েছে। হরেন্দ্র সিংয়ের পরবর্তী লক্ষ্য জাতীয় দলের সাপোর্ট স্টাফ নির্বাচন। যা জানা যাচ্ছে বেশ কয়েকজনের নামও নাকি তিনি এই বিষয়ে সুপারিশ করেছেন হকি ইন্ডিয়ার কাছে। লোকসভা নির্বাচনের জনয মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে। আর এমন জায়গাতে দাঁড়িয়েই এই মুহূর্তে হকি ইন্ডিয়ার পক্ষে আলাদা করে কোনওকিছু ঘোষণা যদিও সম্ভব হচ্ছে না।

পাশাপাশি হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকেও ব্যস্ত রয়েছেন নির্বাচনে। তিনি বিজেডির প্রার্থী হয়ে সুন্দরগড় সিট থেকে লড়ছেন। ভারতীয় হকিতে হরেন্দ্র সিং কোচ হিসেবে পথচলা শুরু করেছিলেন ১৯৯৭ সালে। তাঁর সময়কালে জাতীয় দল জিতেছে ১১টি সোনা। যার মধ্যে রয়েছে ২০১৬ পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ জয়, ২০১৭ মহিলা এশিয়া কাপ জয় এবং ২০১৮ পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ জয়।

সিনিয়র পুরুষ দলের কোচ হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন ২০১৭ সালে। এক বছর সিনিয়র দলের কোচ থাকার পরে তাঁকে জুনিয়র পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর ২০২১ সালে তিনি আমেরিকাতে পা রেখেছিলেন কোচিং করানোর জন্য।

2024-04-10T12:29:09Z dg43tfdfdgfd