চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল, মঙ্গলবার রাতে সম্মুখসমরে আর্সেনাল-বায়ার্ন

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল শুরু। ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে বারোটায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি আর্সেনাল-বায়ার্ন মিউনিখ। এই মূহূর্তে প্রিমিয়র লিগের শীর্ষে রয়েছে মিকেল আর্টেটার দল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে জার্মান জায়ান্টসদের।

দুই দলই রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচের ধাক্কা সামলে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়েছিল। লাজিওকে দ্বিতীয় লেগের ম্যাচে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে এসেছে থমাশ টুশেলের বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পোর্তোকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারের টিকিট হাতে পেয়েছে গানার্সরা।

প্রিমিয়র লিগে শেষ ম্যাচে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে এই ম্যাচে খেলতে নামছে আর্সেনাল। ফলে আত্মবিশ্বাসের দিক থেকে দলের স্ট্রাইকাররা ভালো জায়গায় রয়েছে। এই মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের কোনও হোম ম্যাচেই গোল হজম করেনি আর্সেনাল। চারটি ম্যাচেই ক্লিনশিট ধরে রেখেছে তারা। এটাই বায়ার্নের বিপক্ষে নামার আগে স্বস্তি দিচ্ছে মিকেল আর্টেটাকে। 

আরও পড়ুন-ISL-এ আসার জন্য মহমেডানকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা প্রাক্তন ফুটবলারদেরও

বায়ার্ন অবশ্য বুন্দেশলিগায় হতাশাজনক পারফরমেন্সের হ্যাঙ্গওভার নিয়েই আর্সেনালের মুখোমুখি হচ্ছে। গত সপ্তাহেই বুন্দেশলিগার ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে ম্যাচ। সার্জিও নাবরি, হ্যারি কেনরা অবশ্যই সেই ম্যাচ ভুলে মাঠে নামতে চাইবেন। শেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছে থমাশ টুশেলের ডিফেন্স, যা নিয়েও মাথা ব্যথা থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন-দিল্লিতে তুঘলকি নিয়মে দেখা হল না মোহনবাগানের খেলা, স্টেডিয়ামের বাইরে বসে অভিনব প্রতিবাদ

দলে চোট-আঘাত বলতে আর্সেনাল পাবে না জুরেইন টিম্বারকে। আরেকটি চিন্তা অবশ্য কার্ড। এমনিতে সবাইকে পেলেও ডেক্লান রাইস এবং কাই হাভার্টজ যদি এই ম্যাচে কার্ড দেখেন,তাহলে পরের ম্যাচে দল সাজাতে সমস্যা হবে আর্টেটার। অন্যদিকে কার্ড সমস্যায় চিন্তা না থাকলেও চোট সমস্যায় কপালে ভাঁজ পড়তে বাধ্য বায়ার্ন কোচের। কারণ চোটের তালিকা দীর্ঘ। ম্যানুয়েল ন্যয়ার, কিংসলে কোমান, লেরয় সানে, আলেক্সান্ডার পাভলোভিচ এই ম্যাচে অনিশ্চিত।  

আরও পড়ুন-মহমেডান বলেছিল টাকা দিয়ে ISL খেলবে না, সেটাই করে দেখিয়েছে'-মানস ভট্টাচার্য

পরিসংখ্যানে গানার্সদের থেকে একটু এগিয়ে থাকবে বায়ার্ন তাদের সাম্প্রতিক সাক্ষাৎ-এর নিরিখে। কারণ চ্যাম্পিয়ন্স লিগে তাদের শেষ তিন সাক্ষাৎ-এই আর্সেনালকে হারিয়েছে জার্মান ক্লাব দল। ৫-১ গোলে গানার্সদের হারিয়েছে বাভারিয়ান জায়ান্টসরা প্রত্যেকবার। আর আর্সেনালও নিজেদের ঘরের মাঠে জার্মান কোনও দলের বিপক্ষে শেষ ৯টির মধ্যে ৬টি ম্যাচেই হেরেছে। এটাই সব খারাপের মধ্যে অক্সিজেন দিচ্ছে জার্মানির ক্লাবকে। মুলার-কেন জুটি সামনে থাকবেন। মুসিয়ালার দিকেও নজর থাকবে মাঝমাঠে। চেনা মাঠ থেকে হ্যারি কেন দলকে পয়েন্ট এনে দিতে পারেন কিনা সেদিকে তাকিয়ে বায়ার্ন সমর্থকরা। অন্যদিকে ট্র্যাক রেকর্ড বদলানোর লক্ষ্যে গানার্সরা।

2024-04-08T19:11:29Z dg43tfdfdgfd