VIRAT KOHLI ANGRY : 'কী করছিস ভাই...', আচমকা মেজাজ হারিয়ে সতীর্থকে 'তুলোধনা' বিরাটের

রবিবার (২৮ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ চলাকালীন আচমকা মেজাজ হারালেন বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আসলে বেঙ্গালুরুর ক্রিকেটার করণ শর্মা বল করতে এসেই প্রথম ডেলিভারিতে একটা বাউন্ডারি হজম করেন। আর সেটা দেখে বিরাট আর চুপ করে থাকতে পারেননি। ঘটনাটি প্রথম স্ট্র্যাটেজিক টাইম-আউট বিরতির সময় ঘটেছে। বিরাট এই ঘটনায় এতটাই রেগে যান যে তিনি সতীর্থ বোলারকে বকাবকি শুরু করে দেন। করণের কাছে অবশ্য সেই বকুনি শোনা ছাড়া আর কোনও রাস্তা খোলা ছিল না। তবে সকলের সামনে এই ঘটনার কারণে তিনি যে যথেষ্ট লজ্জিত হচ্ছিলেন, তা বেশ স্পষ্টই বুঝতে পারা যাচ্ছিল।

চলতি আইপিএল মরশুমে করণ শর্মা মাত্র চারটে ম্যাচই খেলেছেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চলতি আইপিএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর বেঙ্গালুরুর প্রথম একাদশ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। দলের পার্ট টাইম বোলার হিসেবে করণ একেবারে নজর কাড়তে পারেননি। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁকে ফের বেঙ্গালুরু ব্রিগেডে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি খেলতে নামেন।

এবারের আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। কিন্তু, তা সত্ত্বেও বেঙ্গালুরুর এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি মাত্র দুটো ম্যাচই জিততে পেরেছে। আর হেরেছে সাতটা ম্যাচে। ইতিমধ্যেই এবারের টু্নামেন্টে বিরাটের ব্যাট থেকে একটি শতরান এবং তিনটে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি ৪০০ রানের চৌকাঠও ইতিমধ্যে তিনি স্পর্শ করে ফেলেছেন।

এবারের আইপিএল টুর্নামেন্টে প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যেই কার্যত ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং দাবি করেছেন, বিরাট কোহলিকেই যেন আবার এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করে ফিরিয়ে আনা হোক। তাঁর মতে, একমাত্র কোহলিই এই দলের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। গুজরাট প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করেছে। এই ম্যাচে গুজরাটের শুরুটা কিছুটা ধীর গতিতে হলেও শাহরুখ খান এবং সাই সুদর্শন মিডল ওভারে যথেষ্ট দাপটের সঙ্গে ব্যাট করেন। তাঁদের দুজনের ব্যাট থেকেই ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। এবার এই উইকেটে বেঙ্গালুরু কেমন ব্যাটিং পারফরম্যান্স করে, সেটাই আপাতত দেখার।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-28T12:32:11Z dg43tfdfdgfd