SHUBMAN GILL ON T20 WORLD CUP: 'বিশ্বকাপে আমিই দাবিদার', রেকর্ড গুণিয়ে BCCI-কে বার্তা শুভমানের

টি-২০ বিশ্বকাপের জন্য দল গঠনের দিন এগিয়ে আসছে। দ্রুত দল ঘোষণা করতে হবে BCCI-কে। এরমধ্যে IPL-এর প্লেয়ারদের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখন BCCI-এর কাছে অনেক প্লেয়ার রয়েছে, ফলে এক একটা জায়গার জন্য রয়েছে অনেক বিকল্প। প্লেয়ারদের মধ্যে সেটার জন্য একটা লড়াই চলছে, কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে থাকে তা নিয়ে চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বার্তা দিলেন শুভমান গিল।

শেষ ১৮ মাসে তিনি জাতীয় দলে অন্যতম সদস্য। কিন্তু তাঁর বর্তমান ফর্মের দিকে তাকালে সুযোগের সম্ভবনাটা কিছুটা কম। কারণ তিনি এখন তাঁর চেনা ছন্দে নেই। ফলে বিশ্বকাপে তাঁর খেলার সম্ভবনা কমছে। কারণ যশস্বী জয়সওয়াল এখন ভালো ফর্মে আছেন। ঈশান কিষান রয়েছেন দৌড়ে। অনেকে বিরাট কোহলিকে দিয়ে ওপেন করানোর কথা বলছেন। ফলে শুভমান এখন ফর্মের জন্য অনেকগুলো পিছিয়ে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা ওপেন করছেন যে এটা কার্যত নিশ্চিত। যশস্বী জয়সওয়াল নিজে ভালো স্ট্রাইক রেট নিয়ে চলছেন। পাশাপাশি তিনি হচ্ছেন বাঁ হাতি। সেক্ষেত্রে যদি রোহিতের সঙ্গে তাঁকে ওপেন করানো হয় তাহলে ডান হাতি ও বাম হাতি কম্বিনেশনটা দেখা যেতে পারে। এখানেই গিলের জায়গাটা স্ক্যানারে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভমান গিল বলেন, ‘দেশের হয়ে খেলা একটা বড় বিষয়। কিন্তু আমি যদি বিশ্বকাপ নিয়ে ভাবি তাহলে আমার বর্তমান দল গুজরাট টাইটান্সের হয়ে সঠিক করা হবে না। আমাকে যদি নিজেকে নিয়ে প্রশ্ন করা হয়, আমি টি-২০ বিশ্বকাপে সুযোগ পাব কি। তাহলে আমি বলব হ্যাঁ আমার সুযোগ পাওয়া উচিত। তবে এখন আমার নজর IPL-এ এবং আমি চেষ্টা করছি আমি দলের জন্য সেরাটা কী করতে পারি এবং আমার সতীর্থদের কীভাবে সাহায্য করতে পারি।’

শুভমান গিল ২০২৩ সালের IPL-এ ৮৯০ রান করেছিলেন। এটা ছিল IPL-এর ইতিহাসে একটা মরশুমে দ্বিতীয় সর্বোচ্চ রান।

দলকে নিয়ে গিল আরও বলেন, ‘একজন প্লেয়ার হিসেবে আমি বিশ্বকাপ খেলতে চাই এবং সর্বোচ্চ স্তরে আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। আর এখন সর্বোচ্চ স্তর হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গত বছর বিশ্বকাপ খেলার পর, আমার অভিজ্ঞতা হয়েছে এবং এটা আমাকে আরও একটা বিশ্বকাপ খেলার জন্য অনুপ্রেরণা দেবে। তবে আমি এখন অত আগের কিছু ভাবছি না। আমি শেষ মরশুমে প্রায় ৯০০ রান করি, তাই আমি নিজেকে বিশ্বকাপে চাই।’

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-26T06:53:14Z dg43tfdfdgfd