ROHIT SHARMA | MUMBAI INDIANS: 'মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা'! চলে এল বিরাট ব্রেকিং

Rohit Sharma Is Going To Lead Mumbai Indians Saya Ex-India Star S Sreesanth: রোহিতই নাকি মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন! জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন মহারথী।   

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অতীত গরিমা ও সাম্প্রতিক পরিস্থিতি একেবারে দুই ভিন্ন মেরুতে! ১০ দলের আইপিএলে (IPL 2024) হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অ্য়ান্ড কোং এখন সবার নীচে। টানা তিন ম্য়াচ হেরে ধুঁকছে পাঁচবারের চ্য়াম্পিয়ন টিম। এখনও আইপিএলে খাতা খুলতে পারেনি লিগের অন্যতম সফল টিম ! নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আইপিএলের বাজারে একাধিক গল্প হাওয়ায় ভাসছে। অনেকেই মনে করছেন যে, দলের মধ্য়ে এখন একটা অশান্তি চলছে কেউ বলছেন যে, ফের নাকি রোহিত শর্মার (Rohit Sharma) হাতে তুলে দেওয়া হবে দলের দায়িত্ব। কারণ হার্দিক ও রোহিতের মধ্য়ে ক্রমেই দূরত্ব বাড়ছে। কারোর মতে রোহিত নাকি ছেড়ে দেবেন মুম্বই। এর মাঝেই বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ ( S Sreesanth) বড় কথা বলে দিলেন। 

আরও পড়ুন: WATCH | Rohit Sharma-Hardik Pandya: জামনগরে বর্তমান-প্রাক্তন! অনেক প্রশ্নের উত্তর এক ভিডিয়োতে

মুম্বইয়ের অধিনায়কত্ব অধ্যায় প্রসঙ্গে শ্রী এক সর্বভারতীয় সংবাদ মাধ্য়মে কথা বলেছেন। দক্ষিণ ভারতের পেসার বলছেন, 'আমরা দেখেছি যে, গড অফ ক্রিকেটে, মহান সচিন তেন্ডুলকর মাহি ভাইয়ের নেতৃত্বে খেলেছেন। আমরা বিশ্বকাপও জিতেছি। নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে, রোহিতের খেলা নিয়ে এখন অনেক গল্প শুনছি আমরা। রোহিত একদম মুক্ত হয়েই ক্রিকেট খেলবে। আমি রোহিতকে যতদূর চিনি, তার ভিত্তিতেই বললাম। ওর অপেক্ষায় দারুণ একটা মরসুম। ও অতীতে সামনে থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছে। এবার নেপথ্যে থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত। আমি বলব এই পরিবর্তন গ্রহণ করে নেওয়া ভালো। রোহিত যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলুক না কেন ও একই থাকবে। আমি নিশ্চিত ব্য়ক্তিগত ভাবে ও কঠিন সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছে। তবে আমি ভীষণ আশাবাদী যে, রোহিত এই মরসুমে প্রচুর রান করবে। কারণ ও একজন চ্য়াম্পিয়ন ক্রিকেটার।'

গত ১৫ ডিসেম্বর আইপিএলের অন্য়তম সফল ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দেয় যে, নীল সাম্রাজ্য়ে রোহিত যুগের অবসান! মুম্বইয়ের মসনদে এবার থেকে হার্দিক। চব্বিশের আইপিএলে তাঁর নেতৃত্বেই খেলছে মুম্বই। আইপিএলের দলবদলের বাজারে মুম্বইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা ১৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সিভিসি ক্যাপিটাল পার্টনার্সেরনগদ অর্থেই হয় রেকর্ড লেনদেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, নেতৃত্বের ব্য়াটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর সেটাই হয়েছে। আর এই অধিনায়কত্ব বদলই মেনে নিতে পারেননি হাজার হাজার সমর্থক। কারণ রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল চ্য়াম্পিয়ন হয়। 

আরও পড়ুন: Ravindra Jadeja: ধোনির স্ত্রীকে জড়িয়ে জোর চর্চায় জাদেজা, বললেন কোলে নেওয়ার গল্প! রিভাবা জানেন?

   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

2024-04-05T09:52:01Z dg43tfdfdgfd