ROHIT ON IMPACT PLAYER RULE: IPL-এর এই নিয়ম একদমই ফালতু! মুখ খুললেন এবার রোহিত সজোরে

Impact Player Rule in Bengali: আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ রুলসটা তিনি পছন্দ করছেন না। খোলাখুলিই জানিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের ধারণা, এই নিয়ম ভারতীয় ক্রিকেটকে আদৌ কোনও সাহায্য করছে না। রোহিতের সোজা কথা, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবেরা যে এই নিয়মের জন্য আইপিএলে বল করতে পারছেন না, সেটা মোটেও ভারতীয় ক্রিকেটের পক্ষে যাচ্ছে না।

রোহিতের কথায়, ‘আমি ইমপ্যাক্ট সাব রুলের বিশেষ ভক্ত নই। এই আইনটা অলরাউন্ডারদের কথা কোনওভাবেই মাথায় রাখছে না। এই নিয়মে খেলার চেয়েও ক্লাবের গুরুত্বটাকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ রোহিতের অভিযোগ, সব অলরাউন্ডাররাও এই নিয়ম থেকে সাহায্য পাচ্ছেন না। ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবের মত ভারতীয় অলরাউন্ডারদের এই নিয়ম কোনও সাহায্য করছে না। ওয়াশিংটন সুন্দর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সুযোগ তেমন একটা পাচ্ছেন না। আর, দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। কিন্তু, তিনি এখনও টুর্নামেন্টে বোলিং করতে পারেননি।

রোহিতের কথায়, ‘এটা স্রেফ বিনোদনের ব্যাপার হয়ে যাচ্ছে।’ যে পডকাস্টে রোহিত এই মন্তব্য করেছেন, সেখানকার অন্যতম হোস্ট ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তিনিও জানান, এই নিয়ম খেলার মূল ভিত্তিটাকেই হত্যা করেছে। গিলক্রিস্ট বলেন, ‘টি-২০ এমনিতেই বিনোদনমূলক। এর জন্য আলাদা করে এত নিয়মকানুন তৈরির দরকার ছিল না।’

আরও পড়ুন-  বিশ্বকাপে ভারতের স্কোয়াডে নিশ্চিত হয়ে গেল এই ১০ তারকা! হাহাকার করতে চলেছেন একাধিক সুপারস্টার

রোহিত-গিলক্রিস্টরা সরব হওয়ার আগেও টি-২০ ক্রিকেটের ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বারবার সরব হয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এই ইমপ্যাক্ট প্লেয়ারের নীতি ক্রিকেটের আসল ভিত্তিটাকেই নড়িয়ে দিচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের মত অলরাউন্ডের কথা এখানে ভাবাই হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে অলরাউন্ডারদের গুরুত্ব সর্বাধিক। অর্থাৎ, যিনি বল এবং ব্যাট করতে পারবেন, এমন খেলোয়াড়দের গুরুত্বই বেশি। আইপিএল সেটাই উপেক্ষা করছে বলেই ক্ষোভ রোহিত এবং গিলক্রিস্টদের।

2024-04-18T12:59:57Z dg43tfdfdgfd