PRITHVI SHAW CONTROVERSIAL OUT : অবিচারের শিকার পৃথ্বী? ফের কাঠগড়ায় IPL-এর 'বিতর্কিত' আম্পায়ারিং

২০২৪ আইপিএল টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেটীয় পারফরম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রতিটা ম্যাচেই আম্পায়ারিং নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কখন নো-বল সংক্রান্ত, কখনও আবার ওয়াইড বল নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এবার এই তালিকায় আরও একটি বিতর্কিত সিদ্ধান্ত নাম লিখিয়ে ফেলল। আইপিএল টুর্নামেন্টের ৪০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স খেলতে নেমেছে। এই ম্যাচে পৃথ্বী শ'র আউটের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। দিল্লির এই ওপেনারকে নূর আহমেদের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। আর এই ক্যাচ নিয়েই শুরু হয়েছে যাবতীয় বিতর্কের সূত্রপাত।

পৃথ্বীর আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে

এই ম্যাচের চতুর্থ ওভারের পঞ্চম বলে পৃথ্বী শ সন্দীপ ওয়ারিয়রের ডেলিভারিতে ১১ রান করে আউট হয়ে যান। পৃথ্বীর ক্যাচটি ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে নূর আহমেদ তালুবন্দি করেছিলেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, গুজরাটের এই ফিল্ডার যখন পৃথ্বীর ক্যাচ তালুবন্দি করছিলেন, তখন মনে হচ্ছিল যে বলটা যেন মাটি স্পর্শ করেছে। অন ফিল্ড আম্পায়ার এই সিদ্ধান্তটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। এরপর তৃতীয় আম্পায়ার পৃথ্বীকে আউটের সিদ্ধান্ত শোনান। এই সিদ্ধান্তের পর পৃথ্বী রীতিমতো হতাশ হয়ে পড়েন। শুধু পৃথ্বী একা নন, দিল্লি ক্যাপিটালস সমর্থকরাও এই সিদ্ধান্তে একেবারে ভেঙে পড়েছেন।

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেই যাবতীয় বিতর্ক

পৃথ্বী আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও, দিল্লি ক্যাপিটালস সমর্থকরা কিন্তু বিষয়টা একেবারে সহজে গ্রহণ করতে পারেননি। তাঁরা সোশ্যাল মিডিয়ায় ম্যাচের তৃতীয় আম্পায়ারের বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু করে দিয়েছেন। উঠতে শুরু করেছে বিতর্কের ঝড়ও। এই ম্যাচে পৃথ্বীকে ব্যাট হাতে যথেষ্ট ছন্দে দেখতে পাওয়া যাচ্ছিল। দিল্লির কাছে পৃথ্বীর এই উইকেট যথেষ্ট বড় ধাক্কা ছিল। কারণ ওই একই ওভারে ফিরে গিয়েছিলেন দলের অপর ওপেনার জ্যাক ফ্রেজর ম্য়াগর্ক। ম্যাগর্ক এই ম্যাচে ১৪ বলে ২৩ রান করে ফিরে যান। তাঁর ব্যাট থেকে দুটো করে ছক্কা এবং চার দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু, সন্দীপ ওয়ারিয়রের দুর্দান্ত একটি স্লোয়ার ডেলিভারিতে তিনি নূর আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে। তারা নির্ধারিত ২০ ওভারে ২২৪ রান তুলেছে। প্রাথমিক ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাটিং করলেন অক্ষর প্যাটেল এবং অধিনায়ক ঋষভ পন্থ। ঋষভ এই ম্যাচে ৮৮ রানে অপরাজিত থাকেন। যদিও অক্ষর ৪৩ বলে ৬৬ রান করে ফিরে যান। গুজরাটের হয়ে ৩ উইকেট শিকার করেছেন সন্দীপ ওয়ারিয়র। এছাড়া একটি উইকেট নেন নূর আহমেদ। এই উইকেটে গুজরাট টাইটান্স কেমন ব্যাটিং করে, সেটাই আপাতত দেখার।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-24T16:17:27Z dg43tfdfdgfd