LSG-SHORIFUL ISLAM: বাংলাদশি তারকাকে কোটি কোটি টাকার প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির! NOC দিল না BCB

Shoriful Islam and Lucknow Super Giants: চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল কমিটি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর টানাপোড়েনের মধ্যেই এবার বিতর্ক দানা বাধল বাংলাদেশের পেসার শরিফুল ইসলামকে ঘিরে। চলতি বছর, ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শরিফুলকে খেলাতে চাইছিল আইপিএল টিম লখনউ সুপার জায়ান্টস। এনিয়ে শরিফুলের সঙ্গে লখনউয়ের কথাবার্তাও হয়। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দিতে অস্বীকার করায় সেই আলোচনা ভেস্তে যায়। শরিফুল এবং লখনউ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই ক্রিকেটারকে এনওসি বা ছাড়পত্র দিতে চায়নি বলেই অভিযোগ।

তবে, একেবারেই যে ছাড়পত্র দিতে চায়নি, তা না। বিসিবি প্রাথমিকভাবে শ্রীলঙ্কা সিরিজ ও জিম্বাবোয়ে সিরিজের মধ্যের সময়টুকুর জন্য শরিফুলকে ছাড়পত্র দিতে রাজি হয়েছিল। কিন্তু, লখনউ অনেক টাকা দিয়ে শরিফুলকে কিনছিল। তাই ওই সংক্ষিপ্ত সময়ের জন্য শরিফুলকে নিতে রাজি হয়নি। বারবার কথা বলার পরও জট কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরিফুলকে একমাসের বেশি সময় ভারতে থাকার ছাড়পত্র দিতে রাজি হয়নি। যার ফলে ওই বাংলাদেশি ক্রিকেটারের এবছর আইপিএল খেলা হল না।

এই পরিস্থিতি যে ২০২৪ সালেই বারবার ঘটছে, এমনটা নয়। ২০২২ সালে বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদকে নিয়েও লখনউ এমন সমস্যায় পড়েছিল। ওই মরশুমে তাসকিনকে দলে চাইছিল লখনউ। কিন্তু, বাংলাদেশের হয়ে ম্যাচ থাকায় তাসকিন আহমেদ সেবছর লখনউ সুপার জায়ান্টসে খেলতে পারেননি। এবার আইপিএলের ঠিক আগে, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ একটা সিরিজ খেলেছে। আর মে মাসে তাদের জিম্বাবোয়ের সঙ্গে খেলার কথা আছে।

আরও পড়ুন- পাঞ্জাবের কি ক্যাপ্টেন হচ্ছেন রোহিত! ভাইরাল খবরে মুখ খুললেন মালকিন প্রীতি জিন্টা

এই দুই সিরিজের মধ্যে ব্যবধান মাত্র একমাস। সেই একমাস সময়ের মধ্যেই মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং চেন্নাইয়ের অনুরোধের পর মুস্তাফিজুরের ভারতে খেলার সময়সীমা মাত্র একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন। তার ওপর আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা মুস্তাফিজুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, আইপিএল থেকে মুস্তাফিজুরের শেখার কিছুই নেই। বরং, সে-ই আইপিএলের অনেক ক্রিকেটারকে অনেক কিছু শেখাতে পারে।

2024-04-20T15:31:41Z dg43tfdfdgfd