KKR VS PBKS PLAYING 11: ভুল শুধরে ২৫ কোটির সুপারস্টারকে কি বাদ দেবে KKR! পাঞ্জাব ম্যাচে নাইটদের প্ৰথম ১১ হচ্ছে এটাই, দেখুন

IPL 2024 Match 29, Kolkata Knight Riders vs Punjab Kings Playing XI head-to-head stats, key players, pitch report and weather update: শুক্রবার আইপিএলের ৪২তম ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কেকেআর এবং পাঞ্জাব কিংস। ১০ দলীয় টুর্নামেন্টে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর আপাতত লিগ তালিকায় দ্বিতীয় স্থানে। লিগ টেবিলের শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস ১৪ পয়েন্ট নিয়ে। কেকেআরের ব্যাটিংয়ের সৌজন্যে অপ্রতিরোধ্য আইপিএলে। পাঞ্জাবের আবার টুর্নামেন্ট থেকে কার্যত ছুটি হয়েই গিয়েছে।

Playing XI predictions for the KKR vs PBKS IPL 2024 match

কেকেআর সম্ভাব্য প্রথম একাদশ:

ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট পরিবর্ত: অনুকূল রায় এবং রামনদীপ সিং

কেকেআরের যে তারকার দিকে নজর থাকবে:

নিজের আইপিএল দাম জাস্টিফাই করার জন্য মরিয়া থাকবেন মিচেল স্টার্ক। পাঞ্জাব কিংসের মত দলের বিপক্ষে ফর্মে ফিরতে মরিয়া থাকবে গোটা কেকেআর বোলিং ইউনিট-ই। স্টার্ক এখনও পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন। ওভার পিছু খরচ করেছেন ১১.৪৮ রান। ২৫.৭৫ কোটি টাকা মূল্যের স্টার্ক এখন চাপ অনুভব করছেন। সেই চাপ কাটিয়ে ওঠার মোক্ষম সুযোগ থাকছে সেভাবে ফর্মে না থাকা পাঞ্জাব ব্যাটিং লাইনআপের বিপক্ষে।

পাঞ্জাব কিংস সম্ভাব্য প্রথম একাদশ: প্রভসিমরন সিং, রিলি রসউ, স্যাম কুরান, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্শল প্যাটেল, কাগিসো রাবাদা, অর্শদীপ সিং

ইমপ্যাক্ট প্লেয়ার: হরপ্রীত সিং এবং রাহুল চাহার

পাঞ্জাব কিংসের যে তারকার দিকে নজর থাকবে:

পাঞ্জাব কিংস চলতি সিজনে আশুতোষ শর্মা, শশাঙ্ক সিংয়ের মত দুই প্রতিভা উপহার দিলেও ধারাবাহিকতার অভাব ভুগিয়ে চলেছে দলটিকে। ম্যাচের মোক্ষম সময়ে জ্বলে উঠতে ব্যর্থ হয়েছে পাঞ্জাব। তাই অন্যবারের মতই এবারের মত অভিযান কার্যত ফিনিশ পাঞ্জাবের।

KKR vs PBKS head-to-head stats

দুই দল মুখোমুখি হয়েছে ৩২ ম্যাচে। এর মধ্যে পাঞ্জাব জিতেছে ১১ ম্যাচে। নাইটদের জয়ের সংখ্যা ২১টিতে। ইডেন গার্ডেন্সে দুই দল মোকাবিলা করেছে ১২ ম্যাচে। কেকেআর জয় পেয়েছে ৯টিতে। পাঞ্জাবের জয় ৩টিতে।

KKR vs PBKS Pitch Report: ইডেনে হাইস্কোরিং পিচে কেকেআর ব্যাটাররা জ্বলে উঠেছেন। শুক্রবার আরও একটা হাইস্কোরিং লড়াই দেখা যেতে পারে।

KKR vs PBKS Weather Report: ২৬ এপ্রিল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কোনও সম্ভবনা নেই। ম্যাচ শুরুর সময়ে তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ শতাংশ। এর অর্থ ম্যাচের দ্বিতীয়ার্ধে শিশির প্রভাব ফেলবে।

KKR vs PBKS Livestreaming

জিও সিনেমা এপে কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। স্টার স্পোর্টস নেটওয়ার্ক-এ ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে।

2024-04-26T05:50:27Z dg43tfdfdgfd