KKR CEO BREAKS SILENCE: ২৫ কোটি স্টার্ককে নিয়ে কি বড় ভুল হল! আর চুপ নন ভেঙ্কি মাইশোর, ঝড় তুললেন KKR CEO

KKR CEO Venky Mysore: দুবাইয়ে ২০২৪ সালের আইপিএল নিলামে তিনি কেকেআরের প্রতিনিধিত্ব করেছিলেন। তার আগে সদ্যসমাপ্ত একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিলামে তাই স্টার্ককে নিতে মরিয়া ছিলেন কেকেআর প্রতিনিধি ভেঙ্কি মাইশোর। অর্থের কোনও পরোয়া করেননি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান স্টার্ককে। যা আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়েছে।

এবারের আইপিএলে অন্যান্য খেলোয়াড়রা যত অর্থ পাচ্ছেন, সেটা হিসেবে ধরলে স্টার্ককে যে অর্থে কেকেআর কিনেছে, সেই অর্থে অন্ততপক্ষে পাঁচ জন ভালোমানের খেলোয়াড় পেয়ে যেত কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, তা না-করে, সব অর্থ স্টার্কের পিছনে খরচ করতে দ্বিধা করেননি কেকেআর সিইও। সৌজন্যে একদিনের ক্রিকেট বিশ্বকাপের পারফরম্যান্স। কিন্তু, এবারের আইপিএলে স্টার্কের যা পারফরম্যান্স, তাতে ওই বিপুল অর্থ এই অস্ট্রেলীয়র পিছনে খরচ করে কি নিজের হাত কামড়াচ্ছেন কেকেআর সিইও? এই প্রশ্নের উত্তরটা নিজেই দিয়েছেন ভেঙ্কি মাইশোর।

তিনি বলেছেন, ‘আমরা কেবল মনে করেছি যে মিচেল স্টার্কের মত খেলোয়াড়ের কেকেআরে যোগ দেওয়ায় দল বেশ শক্তিশালী হবে। দলের গতি বাড়াবে। এব্যাপারে সহায়তা কর্মীরাও সাহায্য করেছিলেন।’ যার মানে, স্টার্ককে কেনার দায় শুধু নিজের ঘাড়ে রাখলেন না কেকেআর সিইও। ইতিমধ্যেই স্টার্ককে নিয়ে কেকেআর শিবিরে বিপুল টানাপোড়েন শুরু হয়েছে। তার প্রমাণ দিয়ে আরসিবি ম্যাচের পর স্টার্কের ব্যাপারে মুখ খোলেন দলের অপর পেসার হর্ষিত রানা। তিনি জানান, তাঁদের ধারণা যে স্টার্ক কোনও না কোনওদিন কেকেআরকে ম্যাচ জেতাবেন।

মানে, এখনও পর্যন্ত আইপিএলে স্টার্ক যে কার্যত ব্যর্থ, তা ঘুরিয়ে রানা স্বীকার করে নিয়েছেন। শুধুমাত্র আইপিএলে কেকেআরের প্রথম দুই ম্যাচেই বিনা উইকেটে আট ওভারে ১০০ রান দিয়েছেন স্টার্ক। আরসিবি ম্যাচটাও তো তিনি প্রায় হারিয়েই দিচ্ছিলেন। তাঁর বলে পরপর ছয় মেরে গিয়েছেন বিপক্ষের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত কোনওমতে কেকেআর ওই ম্যাচ মাত্র ১ রানে জিতেছে।

আরও পড়ুন- ভারতীয়রা বড়লোক, গরিব দেশে ক্রিকেট খেলতে যায়না! গিলক্রিস্টকে অপমান করে বিস্ফোরক শেওয়াগ

আইপিএলে স্টার্ক কিন্তু, নতুন নন। তবে, বহুদিন পরে তিনি আইপিএলে ফিরলেন। এর পূর্বে ৯ বছর আগে তিনি আইপিএলে খেলেছিলেন। কিন্তু, বিশেষ কোনও দাগ কাটতে পারেননি। এমনিতে খেলোয়াড়দের পারফরম্যান্সের উত্থান-পতন হয়েই থাকে। কিন্তু, একদিনের ক্রিকেট বিশ্বকাপের মাত্র কয়েক মাস পরে আইপিএল শুরু হয়েছে। সেখানে পারফরম্যান্সের এতটা ফারাক, আর বিপুল অর্থ খরচের পরও! যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে কেকেআর শিবির তথা নাইট কোম্পানির সিইওকেও।

2024-04-24T16:14:12Z dg43tfdfdgfd