GLENN MAXWELL-MANOJ TIWARY: আসি যাই কোটি টাকা মাইনে পাই! ম্যাক্সওয়েলকে ঝেড়েমুছে একাকার করলেন এবার বাংলার মনোজ

Glenn Maxwell Flop Show, RCB vs LSG IPL 2024: ‘আসি যাই, কোটি টাকা মাইনে পাই!’- লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হারের পর এই ভাষাতেই গ্লেন ম্যাক্সওয়েলকে কটাক্ষ করলেন বাংলার মনোজ তিওয়ারি। অলরাউন্ডার ম্যাক্সওয়েল মঙ্গলবারও এলএসজির বিরুদ্ধে ভালো খেলতে পারেননি। তারপরই আরসিবির এই অন্যতম ভরসাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি কটাক্ষে ভরিয়ে দিয়েছেন।

এবারের আইপিএলে বেঙ্গালুরু এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। তাতে, অস্ট্রেলীয় ম্যাক্সওয়েলের অবদান ০, ৩, ২৮, ০। আইপিএল শুরুর আগে কার্যত কাগুজে বাঘ আরসিবি এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে জিতেছে। প্রায় প্রতিটি ম্যাচেই তাদের তথাকথিত শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধরাশায়ী হয়েছে। যা নিয়ে রীতিমতো সমর্থকদের কটাক্ষ শুনতে হচ্ছে আরসিবি কর্তাদের।

তবে, শুধু সমর্থকরাই নন। ছেড়ে কথা বলছেন না প্রাক্তনরাও। আইপিএল শুরুর আগে, আরসিবি যেভাবে বিজ্ঞাপন দিয়ে বিরাট কিছু করবে বলে বোঝাতে চেয়েছিল, তা নিয়ে অনেকেই কটাক্ষ করছেন। সেসবের মধ্যেই প্রাক্তন জাতীয় তারকা মনোজ তিওয়ারিও নিশানা করেছেন ৩৫ বছর বয়সি আরসিবির অস্ট্রেলীয় ব্যাটার ম্যাক্সওয়েলকে। মনোজের অভিযোগ অস্ট্রেলীয় তারকা আসছেন, যাচ্ছেন, মাইনে নিচ্ছেন। আর, এমন অপেশাদার আচরণ করে আরসিবির বিশ্বাসভঙ্গ করছেন।

আরও পড়ুন- হার্দিকের নেতৃত্বে বিষাক্ত ফ্র্যাঞ্চাইজি ড্রেসিংরুম! মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েই দিচ্ছেন রোহিত শর্মা

এই ব্যাপারে মনোজ বলেন, ‘আরসিবি যেভাবে দাবি করছিল, তা দেখে মনে হচ্ছিল যে তাদের ব্যাটিং লাইন আপ বেশ শক্তিশালী। কিন্তু, এখন না ব্যাটিং, না বোলিং- কোনওটাতেই আরসিবি কিছুই করে দেখাতে পারছে না। অনুজ রাওয়াতের মত যাঁরা প্রথম ম্যাচে ভালো খেলেছিল, তাঁরাও কেমন যেন চুপসে গেছে। ওরা আসলে কী করতে চাইছে, কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে, আরসিবির খেলোয়াড়রা খেলার ব্যাপারে মনোযোগী নন। গ্লেন ম্যাক্সওয়েলই তো, সেই কতদিন ধরে আরসিবিতে খেলছে। কিন্তু, পারফরম্যান্স শূন্য। আসছে, যাচ্ছে, মাইনে নিচ্ছে। কিন্তু, কিছু করে দেখাতে পারছে না।’

মনোজের রাগের কারণ আছে। কারণ, মঙ্গলবারই বেঙ্গালুরুতে আরসিবি ২৮ রানে এলএসজির কাছে হেরেছে। এলএসজির রান বেশি ছিল না। মাত্র ১৮১। কিন্তু, সেটাও আরসিবির একের পর এক নামী ব্যাটার তুলতে পারেননি। শেষ পর্যন্ত হার স্বীকার করে নিতে বাধ্য হয়েছে বেঙ্গালুরুর দল। ম্যাক্সওয়েল আবার তার মধ্যে বিনা রানে আউট হয়েছে। যার ফলেই ক্ষুব্ধ হয়ে মনোজ নিশানা করেছেন আরসিবির অস্ট্রেলীয় তারকাকে।

2024-04-03T17:36:50Z dg43tfdfdgfd