DOMESTIC CRICKETER SALARY: আইপিএল নয় ঘরোয়া ক্রিকেটেই এবার মিলবে কোটি টাকা, বিরাট উদ্যোগ নিচ্ছে জয় শাহের বোর্ড

Domestic Cricket Salary in India:

বর্তমানে আইপিএল চলছে। ১০ দলের এই টুর্নামেন্ট নিয়ে দেশজুড়ে উন্মাদনা। তার মধ্যেই শুভ সংবাদ পেতে চলেছেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রা। তা হল, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনা করে স্থির করেছে, ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ফি দ্বিগুণ করা হবে। গত বেশ কয়েক মাস ধরেই বিসিসিআই ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে জোর দিচ্ছে। এমনকী জাতীয় দল থেকে কোনও ক্রিকেটার বাদ পড়ল, তাঁকে বলা হচ্ছে ঘরোয়া ক্রিকেট খেলতে।

এমনিতে ঘরোয়া ক্রিকেটে ফি বেশ কম। আইপিএলের সঙ্গে তার তুলনাই চলে না। যেমন, এবারই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক কেএল রাহুল আইপিএল থেকে ১৭ কোটি টাকা পাবেন। কিছু খেলোয়াড় এই বিপুল পরিমাণ অর্থ রোজগার করছেন, আর বাকিরা পারছেন না, এই হতাশার মনোভাব যাতে খেলোয়াড়দের মধ্যে না জন্মায়, সেই জন্যই বিসিসিআই ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া ক্রিকেট খেলে ভারতীয় খেলোয়াড়রা ১ কোটি টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

BCCI Domestic Cricketer Salary Hike: আপাতত প্রস্তাবটি নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হলেও, আলোচনার পর্যায় এখনও শেষ হয়নি। সেই কারণে আপাতত ফি বাড়ানোর ঘোষণা করা না-ও হতে পারে। এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি একটি পরিকল্পনা বোর্ডকে জানাতে পারে। আপাতত এমনটাই জানা গিয়েছে। বিসিসিআই সূত্রে খবর, আইপিএলে সব খেলোয়াড়রা জায়গা পান না। কারণ, আইপিএলে দেশের পাশাপাশি বিদেশ থেকেও খেলোয়াড়দের আনা হয়। আর, বিদেশি খেলোয়াড় আইপিএলের সব দলেই আছে। সেকথা মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটে খেলা দেশীয় খেলোয়াড়দের বঞ্চনা কমানোই ফি বৃদ্ধির লক্ষ্য।

আরও পড়ুন- পন্থের সাইক্লোনে টুপি খুললেন সৌরভ! সৌরভ ছড়াল মহারাজের সম্মানে, দেখুন ভিডিও

বিসিসিআই সূত্রে খবর, ১০টি রঞ্জি ম্যাচ খেললে, মরশুমে ৭৫ লক্ষ থেকে যাতে সংশ্লিষ্ট খেলোয়াড় ১ কোটি টাকা রোজগার করতে পারেন, তা নিশ্চিত করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে ঘরোয়া ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আকর্ষণ আরও বাড়বে বলেই মত বিসিসিআইয়ের।

2024-04-25T13:32:35Z dg43tfdfdgfd