BENGALURU VS GUJARAT HIGHLIGHT : বিরাটের রাজকীয় ব্যাটিং, উইল জ্যাকসের শতরান! গুজরাটকে গুঁড়িয়ে দিল বেঙ্গালুরু

যখন আর কিছু হারানোর ভয় থাকে না, তখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনও রাস্তা খোলা থাকে না। চলতি আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরম্যান্স দেখার পর, এই কথাটা বলা যেতেই পারে। এবারের টুর্নামেন্টে টানা ৬ ম্যাচ হেরেছে আরসিবি ক্রিকেট দল। অবশেষে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছিল। আর রবিবার সেই জয়ের ধারাই কার্যত অব্যাহত রাখল ফাফ ডু প্লেসির দল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৯ উইকেটের বিশাল ব্যবধানে তারা জয়লাভ করেছে। এই ম্যাচে চোখ ধাঁধানো হাফসেঞ্চুরি করেছেন বিরাট কোহলি এবং উইল জ্যাকস। পাশাপাশি এই জয় বিরাটদের সামনে প্লে-অফের আশা যে ক্ষীণতম হলেও জাগিয়ে রাখল।

এই প্রসঙ্গে আপনাজের জানিয়ে রাখি, টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট হাতে শুরুটা একেবারে ভালো করতে পারেনি গুজরাট টাইটান্স। শুরুতেই ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল ফিরে যাওয়ার কারণে পাওয়ার প্লে চলাকালীন রানের যে গতিটা গুজরাট আশা করেছিল, সেটা তারা পায়নি। একটা সময় তো ৪৫ রানেই জোড়া উইকেট হারায় গুজরাট। এরপর দলের হাল ধরেন শাহরুখ খান এবং সাই সুদর্শন। তাঁদের দুজনের ব্যাট থেকেই বেরিয়ে এল দুর্ধর্ষ দুটো হাফসেঞ্চুরি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে গুজরাট টাইটান্স এই ম্যাচে ২০০ রান করতে পারে। বেঙ্গালুরুর হয়ে একটি করে উইকেট শিকার করেন স্বপ্নীল সিং, মহম্মদ সিরাজ এবং গ্লেন ম্যাক্সওয়েল।

জয়ের জন্য ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাট হাতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসি। এই ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ডু প্লেসি। কিন্তু, নিজের ইনিংসটা তিনি খুব একটা বেশি দীর্ঘায়িত করতে পারেননি। ইতিমধ্যে ১২ বলে ২৪ রান করে তাঁকে ফিরে যেতে হয়। এরপর ব্যাট করতে নামেন উইল জ্যাকস। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে তিনি গুজরাট বোলারদের কার্যত ধুয়ে দিলেন। ম্যাচের শেষে তিনি ৪১ বলে শতরান করে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে পাঁচটা চার এবং দ্বিগুণ সংখ্যক ছক্কা রয়েছে। অন্যদিকে, বিরাটও কম যাননি। তিনি ৪৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত বেঙ্গালুরু এই ম্যাচে ৯ উইকেটে জয়লাভ করেছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-28T14:02:24Z dg43tfdfdgfd