AMBATI RAYUDU CLAIM: আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাবে! বিস্ফোরক দাবি করে ঝড় এবার টিম ইন্ডিয়ার প্রাক্তনীর

Ambati Rayudu on Mumbai Indians, MI vs CSK: এবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স গোড়া থেকেই খারাপ। সোমবার রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বই শিবির। আর, তারপরই মুম্বই দলের পরিস্থিতি নিয়ে যা শোনালেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ড়ু, তা ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলার জন্য যথেষ্ট। খুব বেশিদিন হয়নি, তিনি ক্রিকেটার জীবন থেকে অবসর নিয়েছেন! সেই রায়ডু জানালেন, আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। রাজস্থানের বিরুদ্ধে এমআইয়ের হারের পর রায়ডু একথা জানিয়েছেন।

তিনি জানান, চেন্নাই সুপার কিংস (সিএসকে) আর মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-এর পরিবেশের মধ্যে আকাশ-পাতাল তফাত। সিএসকে নির্দিষ্ট পদ্ধতি মেনে টিম চালায়। কিন্তু, মুম্বইয়ের কাছে জয়টাই প্রধান। আইপিএলে রায়ডুর চেন্নাই এবং মুম্বই, দুই দলের হয়েই খেলার অভিজ্ঞতা আছে। সেই কারণে, তিনি দুই শিবিরের পরিবেশের পার্থক্যটা আরও বেশি করে উপলব্ধি করেছেন।

সেই অভিজ্ঞতা থেকেই রায়ডু বলেন, ‘সিএসকে সবসময় পদ্ধতি মেনে চলে। তারা খুব বেশি ফলাফল বিশ্লেষণ করে না। ফলাফলের কারণে তাদের মেজাজেরও কোনও পরিবর্তন হয় না। মুম্বই আবার অন্যরকম। মুম্বই ইন্ডিয়ান্স বেশিরভাগই ম্যাচই জিততে চায়। তাদের সবকিছু জয়ের ওপরই নির্ভর করে। মুম্বইয়ের একটাই সংস্কৃতি আছে, জিতনাই হি হ্যায় (জিততেই হবে)। আর, জয় পেলে, সেসব নিয়ে কোনও আলোচনা হয় না। যেন ওটাই স্বাভাবিক। এমআইয়ে কেউ বেশিদিন থাকলে মাথা খারাপ হয়ে যাবে। তবে, দুই দলের একটাই মিল। দুই দলই তাদের খেলোয়াড়দের প্রচণ্ড খাটায়। তবে, আমার ব্যক্তিগত মত, মুম্বইয়ের চেয়ে সিএসকের পরিবেশ অনেক ভালো।’

আরও পড়ুন- টি২০-র ডন ব্র্যাডম্যান খেলেন পাকিস্তানের হয়ে! আজব দাবি করে হাসির খোরাক এবার শাহিন আফ্রিদি

রায়ডু বলেন, ‘আমি যখন মু্ম্বইয়ের হয়ে খেলতাম, তখন আমার খেলায় অনেক উন্নতি হয়েছিল। ম্যাচ না জিতলে ওরা কোনও অজুহাত শোনে না। দিনের শেষে পারফর্ম করতে হবে। মুম্বইয়ে এমন পরিবেশ রয়েছে, যেখানে আপনার উন্নতি হবেই হবে। সিএসকেরও একটা অন্যরকম পরিবেশ আছে। সিএসকে আপনাকে বিনা ঝামেলায় আরও ভালো বানিয়ে দেবে।’

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের রিপোর্ট

জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে নয় উইকেটে পরাজিত করেছে। যার জেরে মুম্বই ইন্ডিয়ান্স বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে। রাজস্থানের হয়ে যশস্বী জয়সওয়াল ৬০ বলে অপরাজিত ১০৪ রান করেন। যশস্বী ৯টি চার এবং ৭টি ছক্কা মেরেছেন। মুম্বই শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১৭৯ রান করেছিল। জবাবে রাজস্থান ১ উইকেটে ১৮৩ রান তুলেছে। মিডিয়াম-পেসার সন্দীপ শর্মা রাজস্থানের হয়ে চার ওভারে ১৮ রানে ৫ উইকেট নিয়েছেন। লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল একটি উইকেট পেয়েছেন। তিনি আইপিএলে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করলেন।

2024-04-23T13:40:20Z dg43tfdfdgfd